বাজিস-৩ : ভোলার চরফ্যাসনে অগ্নিকান্ডে ১৯টি দোকান ভস্মীভূত

136

বাজিস-৩
ভোলা-অগ্নিকান্ড
ভোলার চরফ্যাসনে অগ্নিকান্ডে ১৯টি দোকান ভস্মীভূত
ভোলা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার চরফ্যসন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। রোববার রাত ১২টার দিকে চরফ্যাসন বাজারের জনতা রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় মূদি দোকান সিফাত স্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
চরফ্যাসন ফায়ার সার্ভিসের ইস্টেসন কর্মকর্তা ইমরান হোসেন বাসস’কে জানান, অগ্নিকান্ডে ১৯টি দোকান সম্পূর্ণ ও ৪টি দোকান আংশিক পুড়েছে। ধারণা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রথমে চরফ্যাসন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পরে লালমোহন ফায়ার সার্ভিসের ১টি যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত হয়েছে।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডে সরকার বুক ডিপো, মালিহা বুক কর্ণার, নিউ অঙ্গ বিলাশ, ঝিনুক স্টুডিও, প্যারাডাইস বুক কর্ণার, মর্ডান বুক ডিপো, সিফাত স্টোর, আই এ ফ্যাসন, সোহা স্টোর, নিপা কসমেটিক্স, ফরাজি টেইলার্স, সাথি বন্ত্র বিতান, বিসমিল্লাহ গার্মেন্টস, ফ্যাশন গার্মেন্টসসহ মোট ১৯টি দোকাস পুড়ে যায়। পরবর্তীতে ক্ষয়-ক্ষতির চূড়াান্ত তালিকা প্রস্তুত করা হবে বলে জানান তিনি।
বাসস/এইচ এ এম/১৩১০/নূসী