সবুজের সমারোহ বাড়াতে দিল্লীর সরকারের উদ্যোগ

221

নয়াদিল্লী, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দিল্লী সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ ব্যাপকভাবে কমাতে রাজধানীতে সবুজের সমারোহের হার ২২ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশে উন্নীত করনের উদ্যোগ নিয়েছে।
আজ সরকারি কর্মকর্তা ও সংবাদ মাধ্যম সূত্রে একথা জানা যায়।
সরকারের একজন মুখপাত্র বলেন, রাজ্য সরকারের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এ্যাকশন প্লানের আওতায় রাজধানীতে সবুজের সমারোহের পরিধি বাড়াতে ১০ লাখেরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেয়া হয়েছে।
এছাড়া চলতি বছরের মার্চের মধ্যে রাজধানীর সড়কে পরিবেশ বান্ধব সিএনজি বাসের সংখ্যা বৃদ্ধি এবং সৌর বিদ্যুৎ সঞ্চালের ক্ষমতা ৮৮ মেগাওয়াট থেকে ১৫০ মেগাওয়াটে উন্নীত করা হবে। দিল্লী সরকার এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে।
মুখপাত্র সাংবাদিকদের বলেন, সড়ক ও শপিং মলে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থাপনায় প্রায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়েরও প্রস্তাব দেয়া হয়েছে।