চীন ও সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চালু করবে রিজেন্ট এয়ারওয়েজ

732

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : দেশের বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ আগামী তিন মাসের মধ্যে চীন ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফ্লাইট চালু করবে।
নগরীর এক হোটেলে আজ প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন, ‘আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আশা করা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে আমরা ঢাকা-গোয়াংঝু- ঢাকা ফ্লাইট ফ্লাইট চালু করতে পারব এবং অদূর ভবিষ্যতে ঢাকা-ইউএই ফ্লাইট চালুর জন্যেও পরিকল্পনা করছি।’
এয়ারলাইনস-এর মোবাইল অ্যাপ চালু উপলক্ষে আয়োজিত এ প্রেস বিফিং-এ বক্তব্য রাখেন, রিজেন্ট এয়ারওয়েজ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব ও পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) সোহেল মজিদ। হাবিব বলেন, ‘গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার আলোকে আমরা গ্রাহক বান্ধব আকর্ষণীয় সুযোগ-সুবিধা সম্বলিত সেবাদানের জন্য আমাদের সার্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।’
অ্যাপস ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা তাদের ফ্লাইটসমূহ বুক করতে পারবে ও আইওএস কোড ইস্যু করে অথবা অ্যান্ড্রোয়েড মোবাইল ডিভাইস ব্যবহার করে তাদের টিকেট পেতে পারে। এ ছাড়াও তারা ফ্লাইট সময়সূচী ও এয়ার লাইনের অফার সম্পর্কে জানতে পারবে।