বাসস ক্রীড়া-১৪ : নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ

347

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-নারী
নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০১৯(বাসস) : এ বছরই নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর পর্যায়ক্রমে টেস্ট ম্যাচ খেলার দিকে মনোযোগী হতে চায় টাইগ্রেসরা। এমনটাই জানিয়েছেন নারী ক্রিকেট দলের ইনচার্জ নাজমুল আবেদীন ফাহিম। আগামী ফেব্রুয়ারি থেকে নারীদের জাতীয় লিগ শুরু হবে বলে জানান তিনি। এছাড়া জুলাইয়ে পাকিস্তান সফরের কথা রয়েছে বলেও জানান নারী দলের এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সময়ের আবর্তে নারী ক্রিকেটারদের সাফল্যের ডানায় যুক্ত হয়েছে নতুন পালক। সর্বশেষ এশিয়া কাপের ট্রফি জেতার স্মৃতিটা এখনো জ্বলজ্বলে। কিন্তু বেশ কিছুদিন ধরে বিশ্রামেই দিন কাটছে নারী ক্রিকেটারদের। তবে আগামী মাসে ব্যস্ত সূচি। তাই ফুরসত মেলা ভার টাইগ্রেসদের। টেস্ট স্ট্যাটাস পেতে কঠিন পরীক্ষা দিতে হবে নারী দলের। আর সে জন্যেই শুরুতে দুই দিনের ম্যাচ খেলার পরিকল্পনা। এরপরেই আইসিসির দ্বারস্থ হবার কথা জানান নারী দলের ইনচার্জ নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, এই বছর দুই দিনের খেলার পরিকল্পনা আছে। আশা করছি দুই দিনের কিছু ম্যাচ খেলবে মেয়েরা। আইসিসিকে দেখাতে হবে আমরা এই ধরনের খেলা খেলছি। আশা করছি এই বছর খেলবো তার প্রেক্ষিতে টেস্ট খেলতে পারবো। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ব্যস্ততা বাড়বে টাইগ্রেসদের। আট দলের অংশগ্রহণে শুরু হবে জাতীয় লিগ। এরপরই ইংল্যান্ডের একটি একাডেমি দলের সাথে দেশের মাটিতে বেশ কয়েকটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে সালমা-রুমানাদের। এছাড়া জুলাইতে পাকিস্তান সফরের সম্ভাবনার কথাও জানান নারী দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, ‘১০ ফেব্রুয়ারি থেকে জাতীয় লীগ শুরু হবে। যেখানে আটটা ডিভিশন অংশগ্রহণ করবে। এটার পরে ইংল্যান্ড থেকে একটা টিম আসবে। এর পরে মেয়েদের প্রিমিয়ার লীগ হবে।’
বাসস/স্বব/১৯৩৫/মোজা/এএমটি