শিক্ষিত তরুণরা সাংবাদিকতার মতো মহৎ এ পেশাকে বেছে নিচ্ছেন : ডিএমপি কমিশনার

227

ঢাকা, ২৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নবীন, কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতার মতো মহৎ পেশাকে বেছে নিচ্ছেন।
তিনি বলেন, ‘এটা আমাদের সাংবাদিকতার জন্য অত্যন্ত ভালো একটি দিক। প্রত্যেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সবকিছুর উর্ধ্বে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।’
আজ দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ কমিশনার এ কথা বলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দিপু সরোয়ারের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বর্তমানে অপরাধ বিষয়ক প্রতিবেদকরা সাংবাদিকতা পেশায় আমূল পরিবর্তন এনেছেন। হলুদ সাংবাদিকতা এখন জাদুঘরে।’
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ডিএমপি’র সর্বোচ্চ সমর্থন থাকবে।
পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক চমৎকার এবং বাংলাদেশের মিডিয়াতে এখন অনেক আন্তর্জাতিক মানের ভালো সাংবাদিক কাজ করছেন।
ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ‘আধুনিক যুগে পুলিশের সাথে মিডিয়ার যে সম্পর্ক তা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে।’