বাসস দেশ-১৯ : যশোরে এমপি’র বাসভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

116

বাসস দেশ-১৯
যশোর-ককটেল
যশোরে এমপি’র বাসভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
যশোর, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের কাজীপাড়ার বাসভবনসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ছয়টি স্থানে কমপক্ষে ১২টি ককটেল বিস্ফোরিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মালিকানাধীন জাবের ইন্টারন্যাশনাল হোটেলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনায় ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ জানায়, শনিবার রাত একটার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, ‘রাত একটার পর কোনও এক সময় কে বা কারা বিস্ফোরণগুলো ঘটিয়েছে।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া আরও একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের চাচাত ভাই তৌহিদুল চাকলাদার ফন্টুর কাঁঠালতলার বাড়ির সামনে, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সাল খান ঘোপের সেন্ট্রাল রোডের বাড়ির পেছনে, গাড়িখানা রোডে শাহীন চাকলাদারের হোটেল জাবির ইন্টারন্যাশনালের সামনে, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমামের রায়পাড়ার বাসার সামনে ও পুরাতন বাস টার্মিনালে এসব ককটেল বিষ্ফোরিত হয় বলে পুলিশ জানায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮০৮/-জেজেড