বাসস ক্রীড়া-৯ : হোল্ডারের অধিনায়কোচিত পারফরমেন্সে ব্রিজটাউন টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ

119

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট
হোল্ডারের অধিনায়কোচিত পারফরমেন্সে ব্রিজটাউন টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ
ব্রিজটাউন, ২৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : জেসন হোল্ডারের অধিনায়কোচিত পারফরমেন্সে ব্রিজটাউন টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৩৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রানের জবাবে ৭৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এরপর হোল্ডারের অপরাজিত ২০২ রানে ৬ উইকেটে ৪১৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৬২৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫৬ রান করে ইংল্যান্ড। চতুর্থ দিন ব্যাট হাতে ভালোভাবে জবাব দিতে পারেনি ইংলিশরা। ইংল্যান্ড ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেননি ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ। তার ৬০ রানে ৮ উইকেট শিকারে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
দলের পক্ষে ররি বার্নস সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া বেন স্টোকস ৩৪, জনি বেয়ারস্টো ৩০ ও জশ বাটলার ২৬ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন হোল্ডার। এ্যান্টিগায় আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ২৮৯ ও ৪১৫/৬ডি, ১০৩.১ ওভার (হোল্ডার ২০২*, ডওরিচ ১১৬*, মঈন ৩/৭৮)।
ইংল্যান্ড : ৭৭ ও ২৪৬, ৮০.৪ ওভার (বার্নস ৮৪, স্টোকস ৩৪, চেজ ৮/৬০)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩৮১ রানে জয়ী।
ম্যাচ সেরা : জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
বাসস/এএমটি/১৮০৫/মোজা/স্বব