ডিএনসিসি মেয়র পদে উপ-নির্বাচনে আতিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ

180

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আবুল কাসেমের কাছ থেকে আজ তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, প্রার্থী আতিকুল ইসলামের উপস্থিতিতে ২৯ জানুয়ারি বিকেল ৩টায় মনোনয়নপত্র জমা দেয়া হবে।
গত ২২ জানুয়ারি তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রার্থী হিসেবে এই প্রথম তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, ঢাকা উত্তরের মেয়র পদের উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি সম্প্রসারিত ওয়ার্ডের সাধারণ এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩০ জানুয়ারি।