বাসস ক্রীড়া-৬ : ভারতের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা; নিউজিল্যান্ডের টিকে থাকা

129

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ওয়ানডে
ভারতের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা; নিউজিল্যান্ডের টিকে থাকা
মাউন্ট মঙ্গানুই, ২৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : প্রথম দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে সফরকারী ভারত। এমন অবস্থায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্যেই আগামীকাল তৃতীয় ওয়ানডেতে মাঠ নামবে সফরকারী বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। পক্ষান্তরে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে টিকে থাকতে মরিয়া নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
ভারত ও নিউজিল্যান্ড উভয় দলই জয় দিয়ে নতুন বছর শুরু করে। অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে বছর শুরু করে ভারত। এদিকে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশের মাধ্যমে বছর শুরু করে নিউজিল্যান্ড। অর্থাৎ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়ে একে অপরের মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরুটা ভালো করতে পারেনি ভারত। হার দিয়ে সিরিজ শুরু করেছিলো তারা। তবে এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারে কোহলির দল। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৮ উইকেটে হারায় ভারত।
সিরিজে এগিয়ে থেকে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে আরও বিধ্বংসী রূপ নেয় ভারত। টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানই ব্যাট হাতে জ্বলে উঠেন। তাই ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৩২৪ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে ভারতীয় বোলারদের সামনে অসহায় নিউজিল্যান্ড ২৩৪ রানেই গুটিয়ে গেলে ৯০ রানে জয় পায় সফরকারীরা। সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
এই লিডে ভারতের আত্মবিশ্বাস এখন আকাশ ছোয়া। তাই তৃতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ‘প্রথম দু’ম্যাচে দলের পারফরমেন্স দুর্দান্ত। দলের কাছ থেকে এমন পারফরমেন্সই আশা করছিলাম। ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরমেন্স ছিলো অসাধারণ। তৃতীয় ওয়ানডেতেও আমরা এমন পারফরমেন্স করতে সক্ষম হবো বলে আশা রাখি। টানা তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তবে নিউজিল্যান্ড সিরিজে ফিরতে সর্বাত্মক চেষ্টা করবে। কিন্তু প্রথম দু’ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে প্রতিপক্ষ লড়াই করার সুযোগ পাবে না’
সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে নিউজিল্যান্ডের। তৃতীয় ম্যাচ হারলেও সিরিজের লড়াই থেকে একবারেই ছিটকে যাবে তারা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে নিজেদের সেরাটা দিয়ে সিরিজে টিকে থাকতে চান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘এখন আমাদের সামনে জয় ছাড়া অন্য কিছুই নেই। সিরিজ বাঁচাতে হলে তৃতীয় ম্যাচে জিততে হবে দলকে। নিজেদের নিয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে। আজ নেটে ভুলগুলো শুধরে নিতে পেরেছি আমরা। এখন মাঠেই লড়াইয়ের দিকে তাকিয়ে পুরো দল।’
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, খলিল আহমেদ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর ও শুভমান গিল।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।
বাসস/এএমটি/১৭৩৫/মোজা/স্বব