বাসস দেশ-১০ : জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরীর ইন্তেকাল

200

বাসস দেশ-১০
ফাতেমা-ইন্তেকাল
জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরীর ইন্তেকাল
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরী আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
তার বয়েস হয়েছিল ৭৬ বছর।
সরকারি সূত্রে জানানো হয়, ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো ইঞ্জিনিয়ার মুবিন চৌধুরীর স্ত্রী আজ রাত ১টায় রাজধানী বনানীতে তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’
মৃত্যুকালে তিনি স্বামী, যুক্তরাষ্ট্রে কর্মরত প্রকৌশলী এবং কানাডায় ব্যবসায় পরামর্শক হিসেবে কর্মরত দু’পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ¯স্নাতক ফাতেমা মবিন চৌধুরীকে আজ বাদ আসর বনানী বাজার সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাতেমা মবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এসএইচ/এমএএস/১৬৪৫/ কেজিএ