বাসস ক্রীড়া-৩ : চুক্তি শেষ হবার পরেও সিলভাকে দলে চান গার্দিওলা

193

বাসস ক্রীড়া-৩
ফুটবল-সিটি
চুক্তি শেষ হবার পরেও সিলভাকে দলে চান গার্দিওলা
লন্ডন, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ২০২০ সালে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হবার পরেও ডেভিড সিলভাকে দলে দেখতে চান কোচ পেপ গার্দিওলা।
৩৩ বছর বয়সী সিলভা সাম্প্রতীক সময়ে সিটিজেনদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন। ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে আসার পর এ পর্যন্ত সিটিজেনদের হয়ে তিনটি লিগ শিরোপা ও একটি এফএ কাপ জিতেছেন সিলভা। আগামী মৌসুমের শেষ পর্যন্ত এই প্লেমেকারের সাথে সিটির চুক্তি রয়েছে। কিন্তু গার্দিওলা তার অন্যতম ফেবারিট এই স্প্যানিয়ার্ডকে আরো কিছুদিন সিটিতে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে সিটি বস বলেছেন, ‘এই ধরনের সিদ্ধান্তে সাধারণত সব কিছুই খেলোয়াড়দের উপর নির্ভর করে। কিন্তু আমার কাছে মনে হয় সে যদি ফিট থাকে ও একই ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারে তবে তাকে আরো কিছুদিন পেলে সত্যিই খুশী হবো। সিলভার মত খেলোয়াড় খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সবকিছুই তার উপর ছেড়ে দেয়া উচিত। এই বয়সে ফিটনেস অনেক বড় একটি ব্যাপার। এটা সম্পূর্ণই তার উপর নির্ভর করছে।’
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সিটিজেনদের হয়ে ২৬ ম্যাচে সিলভা ৯টি গোল করেছেন ও পাঁচটিতে এসিস্ট করেছেন।
বাসস/নীহা/১৩৪৫/স্বব