জয়পুরহাটে আন্ত:জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

235

জয়পুরহাট, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আন্ত:জলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ জয়পুরহাট কালেক্টরেট মাঠে রোববার সকালে আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে আন্ত:জলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। সগুণাগোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর। আন্ত:জলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বালিকা গ্রুপে ১৫ টি ও বালক গ্রুপে ১৫ টি ইভেন্টে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে রয়েছে চিত্রাংকন, শ্রেষ্ট কাব স্কাউট, নৃত্য, পল্লীগীতি/ লোকগান, দেশাত্ববোধক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও একক অভিনয়। এ প্রতিযোগিতায় প্রথম বিভাগ অর্জনকারীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর।