বাজিস-১ : জমে উঠেছে নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন

313

বাজিস-১
নড়াইল-আইনজীবী সমিতি
জমে উঠেছে নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন
নড়াইল, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : শষ মুহূর্তে জমে উঠেছে নড়াইল আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। আগামী ৩১ জানুয়ারি বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালত চত্বর এখন নির্বাচনী প্রচারণায় মুখরিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আইনজীবী ভোটারদের কাছে ভোট ও দোয়া-আশির্বাদ চাচ্ছেন। এবারের মোট ভোটার সংখ্যা ১১০ জন।
আইনজীবী সমিতির অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী এবং সহ-সভাপতি পদে এডভোকেট সঞ্জীব কুমার বসু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন : এডভোকেট মো. নূর মোহাম্মদ, এডভোকেট বনমালী মিত্র, এডভোকেট উত্তম কুমার ঘোষ ও এডভোকেট মো. নাজমুল ইসলাম লিটন।সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মাহমুদুল হাসান কায়েস ও এডভোকেট শোভন বাগচী, গ্রন্থাগার সম্পাদক পদে এডভোকেট খন্দকার আলিউল মাসুদ কোটন ও এডভোকেট তীর্থ কুন্ডু, আইন ও সমাজকলাণ সম্পাদক পদে এডভোকেট এমএম আলাউদ্দিন ও এডভোকেট ইসরাফিল খবীর রাজু এবং সদস্য পদে এডভোকেট রাজু আহম্মেদ রাজীব, এডভোকেট টুটুল শিকদার, এডভোকেট লাভলী আক্তার,এডভোকেট মিশকাতুর রহমান সজীব, এডভোকেট সুনীল কুমার বিশ^াস, এডভোকেট অশোক কুমার মিত্র, এডভোকেট তুষার কান্তি সরকার ও এডভোকেট অনুপম কুমার ঘোষ প্রতিদ্বন্দ্বীতা করছেন।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম নবী ও সাধারণ সম্পাদক এডভোকেট পরিতোষ কুমার বাগচী।
বাসস/সংবাদদাতা/মমআ/০৯৪৫/-নূসী