বাসস ক্রীড়া-১৫ : চিটাগং-এর বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১৯৮ রান

265

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিপিএল
চিটাগং-এর বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১৯৮ রান
চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান করেছে রাজশাহী কিংস।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসকে ৫০ রানের সূচনা এনে দেন দলের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের জনসন চালর্স ও সৌম্য সরকার। এরমধ্যে ২৬ রান করে খালেদ আহমেদের শিকার হন সৌম্য। তবে হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে আবু জায়েদের শিকার হন চালর্স। ইনিংসে ৪৩ বল মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কা হাকান তিনি।
দুই ওপেনারের পর মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান ইংল্যান্ডের লরি ইভান্স, নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট ও দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ছোট ও মারমুখী ইনিংস খেলে রাজশাহীকে ৫ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহই এনে দেন।
ইভান্স ৪টি চারে ২৯ বলে ৩৬, ডসেট ৪টি ছক্কায় ১২ বলে ২৭ ও জঙ্কার ১টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। চিটাগং’এর খালেদ আহমেদ ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী কিংস : ১৯৮/৫, ২০ ওভার (চালর্স ৫৫, জঙ্কার ৩৭, খালেদ ২/৩২)।
বাসস/এএসজি/এএমটি/২০৩০/স্বব