বাসস ক্রীড়া-১৪ : টেন্ডুলকার-আফ্রিদিকে পেছনে ফেললেন নেপালের পদেল

315

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-রেকর্ড
টেন্ডুলকার-আফ্রিদিকে পেছনে ফেললেন নেপালের পদেল
দুবাই, ২৬ জানুয়ারী, ২০১৯(বাসস/এএফপি): কিংবদন্তী ক্রিকেটার ভারতের শচিন টেন্ডুলকার ও পাকিস্তানের শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙ্গে পুরুষ খেলোয়াড় হিসেবে সবচেয়ে কম ১৬ বছর ১৪৬ দিন বয়সে আন্তর্জাতিক হাফ সেঞ্চুরির মালিক হলেন নেপালের রোহিত পদেল
১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করা আফ্রিদির রেকর্ড ভেঙ্গে সবচেয়ে কম বয়সে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন পদেল।
টেন্ডুলকার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৩ দিন বয়সে।
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেপালের ১৪৫ রানে জয় ম্যাচে ৫৮ বলে ৫৫ রান করেন পদেল।
তারই আরেক সতীর্থ ১৮ বছর বয়সী সন্দীপ লামিচানের ২৪ রানে ৪ উইকেট শিকারে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা আমিরাত মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়।
পুরুষ বিভাগে পদেল নতুন রেকর্ড গড়লেও মহিলা বিভাগে আরো কম বয়সে এমন রেকর্ড রয়েছে। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার জোমারি লগটেনবার্গ মাত্র ১৪ বছর বয়সে টেস্ট ও ওয়ানডে উভয় ফর্মেটে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন।
বাসস/এএফপি/স্বব/১৯২০/মোজা/এএমটি