বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

227

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ড . একে আবদুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরমি হান্ট তাকে অভিনন্দন জানিয়েছেন।
হান্ট বলেছেন, আগামী বছরগুলোতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ব্রিটেনে বসবাসকারী ৫ লাখ বৃটিশ বাংলাদেশীকে জীবন্ত সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পরবর্তী কৌশলগত সংলাপ চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম।