বাসস বিদেশ-৫ : জাপানে তুষার ধসে ফ্রান্সের এক স্কিয়ারের মৃত্যু

194

বাসস বিদেশ-৫
জাপান-ফ্রান্স
জাপানে তুষার ধসে ফ্রান্সের এক স্কিয়ারের মৃত্যু
টোকিও, ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপানের পর্বতে স্কিইং করার সময় তুষার ধসে এক ফরাসী নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার বিকেলে মার্ক অলিভার গারিওউ পোউইলাস (৪৯) নামের ওই ব্যক্তি মোইয়োকো নগরীর মিতওগেনাশিতে স্কিইং করার সময় এই তুষার ধস হয়। শহরটি টোকিও থেকে ২শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত।
মিয়োকো পুলিশের মুখপাত্র তাকাহিরো চিবা বলেন, ‘তার দুই বন্ধু তাকে বরফের স্তুপের ভেতর চাপা পড়তে দেখে সাহায্যের জন্য চিৎকার করেন।’
তিনি আরো বলেন, ‘টহল উদ্ধারকর্মী ও অন্যান্য স্ক্রিয়াররা বরফ খুঁড়ে তাকে উদ্ধার করে। পুলিশের হেলিকপ্টারে করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
বাসস/কেএআর/১২২৫/এমএবি