স্পেনে কুয়া থেকে শিশুর লাশ উদ্ধার

267

তোতালান (স্পেন), ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : স্পেনের দক্ষিণাঞ্চলের একটি গভীর কুয়ো থেকে শনিবার মধ্যরাতের পর দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে শিশুটি কুপের ভেতর পড়ে যায়।
খবর এএফপি’র।
শিশুটির কুপের ভেতর পড়ে যাওয়ার খবর প্রচারিত হওয়ার পর থেকে দেশবাসী চরম উৎকণ্ঠায় ছিল। তাকে উদ্ধারে অভূতপূর্ণ অভিযান চালানো হয়।
শিশুটির নাম জুলেন রোসেলো। তাকে উদ্ধারে কয়েকশ লোক রাতদিন কাজ করে।
১৩ জানুয়ারি শিশুটি ১শ’ মিটারের বেশি গভীর একটি সরু গভীর কুপে পড়ে যায়। এ সময় তার বাবা মা দুপুরের খাবার বানাচ্ছিল।
দক্ষিণাঞ্চলীয় শহর মালাগার কাছে তোতালানে এ ঘটনা ঘটে।
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আন্দালুসিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আলফোন্সো রুডরিগুয়েজ গোমেজ ডি সেলিস টুইটারে বলেন, ‘দুর্ভাগ্যবসত স্থানীয় সময় রাত ১ টা ২৫ মিনিটে উদ্ধারকর্মীরা শিশুটির কাছে পৌঁছে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টুইটারে বলেন, ‘জুলিয়ানের পরিবারের প্রতি সকল স্পেনবাসী গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তাকে জীবিত উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি।’
জুলিয়ানের বাবা মা এর আগে ২০১৭ সালে তাদের আরেক সন্তান অলিভারকে হারিয়েছেন। শিশুটির হৃদপি-ে সমস্যা ছিল।
এক টুইট বার্তায় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ‘জুলিয়ানের পুরো পরিবারের প্রতি গভীর সমবেদনা’ জানান।