বাজিস-২ : জয়পুরহাটে প্রবীণদের মাঝে কম্বল ও উপকরণ বিতরণ

182

বাজিস-২
জয়পুরহাট-কম্বল বিতরণ
জয়পুরহাটে প্রবীণদের মাঝে কম্বল ও উপকরণ বিতরণ
জয়পুরহাট, ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোও গ্রামীণ জনপদে প্রবীণ ও দুস্থদের সহযোগিতায় কাজ করছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রবীণ ও দুস্থদের মাঝে শনিবার পৃথক স্থানে কম্বল ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ ধলাহার, ভাদশা ও আয়মারসুলপুর ইউনিয়নে পৃথকভাবে ৬০০ জনের মাঝে কম্বল ও চাদর বিতরণ করে। এ উপলক্ষে ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবীণ নারী পুরুষের সমন্বয়ে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবীণ কর্মসূচির ফোকাল পারসন সিদ্দিকুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক শরীফুল ইসলাম প্রমুখ। পরে প্রবীণ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়। এ ছাড়াও উপকরণ হিসেবে কমোট চেয়ার, হাতের স্টিক, হুইল চেয়ার প্রদান করা হয়েছে। পিতা হিসেবে পরিবার ও সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের জন্য ধলাহার ইউনিয়নের ১০ জন পিতা ও নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত ৫ জন শ্রেষ্ঠ সন্তানকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২২০/নূসী