বাসস বিদেশ-২ : যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ওজেডা

285

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-রাজনীতি-নির্বাচন
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ওজেডা
ওয়াশিংটন, ২৬ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের ২০২০ সলের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী রিচার্ড ওজেডা শুক্রবার সরে দাঁড়িয়েছেন। সামরিক বাহিনীর সাবেক সদস্য ওজেডা ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবেন বলে ধারণা করা হচ্ছিল।খবর এএফপি’র।
সাবেক এই প্যারাট্রুপার ও পশ্চিম ভার্জিনিয়ার আইনপ্রণেতা ২০১৬ সালে ট্রাম্পের পক্ষে ভোট দেন। কিন্তু খুব দ্রুতই তিনি ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। এরপর তিনি ডেমোক্র্যাটিক দলে ফিরে আসার জন্য শ্রমিকদের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন।
তবে ফেসবুকে ৪৮ বছর বয়সী ওজেডা স্বীকার করেছেন যে, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণা চালানোর মতো আর্থিক স্বচ্ছলতা অথবা রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে এ ক্ষেত্রে সমর্থন পাননি। যদিও তৃণমূল পর্যায়ে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।
বাসস/কেএআর/১১২০/এমএবি