ভিয়েতনামে অস্ট্রেলিয়ার গণতন্ত্রকর্মী আটক

290

সিডনী, ২৫ জানুয়ারি ২০১৯ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার নাগরিকত্বপ্রাপ্ত প্রখ্যাত এক ভিয়েতনামী গণতন্ত্রী কর্মী তার নগরী হো চি মিনায় ফিরে এলে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ায় তার সহকর্মীরা এ কথা জানিয়েছেন।
জানা গেছে, মাত্র কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক ব্লগার ও লেখক চীনে গ্রেফতার হওয়ার পর অস্ট্রেলিয়ার নাগরিক চাউ ভান খামকে ভিয়েতনাম কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। খবর এএফপি’র।
তার সহকর্মী ফু নগুয়েন জানান, অবসরপ্রাপ্ত এই ব্যবসায়ী দেশটির ‘তথ্য-অনুসন্ধান’ মিশন-এ রয়েছে। সে কম্বোডিয়া হয়ে অনুপ্রবেশ করেছে ।
গ্রেফতারকৃত উভয়ই ‘ভিয়েট টান’ নামক অন্যতম সরকার বিরোধী দলের সদস্য, হ্যানয় কর্তৃপক্ষ তাদের সন্ত্রাসী বলে মনে করছে। কর্তৃপক্ষ ভিয়েট টান দলটিকে ‘সন্ত্রাস উস্কানীমূলক’-বলে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।