বাসস ক্রীড়া-৩ : সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান

147

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বিপিএল
সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান
চট্টগ্রাম, ২৫ জানুয়ারী, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ক্রিকেট ষষ্ঠ আসরের ২৯তম ও চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৮০ রান করেছে সিলেট সিক্সার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিকোলাস পুরান।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমে মারমুখি ছিলেন সিলেটের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ২০ এবং ব্যক্তিগত ৩ রানে আরাফাত সানির শিকার হন সাব্বির রহমান। কিছুক্ষণ পর দলীয় ২৮ রানে ফিরে যান অপর ওপেনার লিটন দাসও। মুস্তাফিজুর রহমানের শিকার হওযার আগে তিন বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ১৩ বলে২৪ রান করেন লিটন। তবে দলের রানের চাকা সচল রাখেন ইংল্যান্ডের জেসন রয়। ২৮ বল মোকাবেলায় চার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৪২ রান করে লংকান সেক্কুগে প্রসন্নর শিকার হন রয়। এরপরও রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ও নিকোলাস পুরান। ১৮ বলে ১৯ রান করা পুরান কামরুল ইসলাম রাব্বির শিকার হলে ১১৯ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। পুরানের পর স্টাম্পিংয়ের শিকার হন ২৮ রান করা আফিফ হোসেন। ৭ বলে ১১ রান করা পাকিস্তানী মোহাম্মদ নওয়াজ মুস্তাফিজের দ্বিতীয় শিকার হলে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় সিলেট। এরপর অধিনায়ক অলোক কাপালি ও সোহেল তানভির দেখে-শুনে রান বাড়াতে নজর দেন। এ জুটি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন। তানভির ১০ বলে ২৩ এবং অলোক ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। মুস্তাফিজ নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট সিক্সার্স: ১৮০/৬: ২০ ওভার ( জেসন রয় ৪২, সোহেল তানভির ২৮*; মুস্তাফিজ ২/৪৩।)
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব