বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের এক শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ

163

বাসস বিদেশ-৫
তালেবান-যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের এক শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ
কাবুল, ২৫ জানুয়ারি, ২০১৯ (বাসস-ডেক্স) : তালেবান তাদের এক সহ প্রতিষ্ঠাতাকে দোহায় তাদের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
১৭ বছর ধরে চলমান আফগান সংঘাতের অবসানে দোহায় সোমবার থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হচ্ছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, শ্রদ্ধাভাজন মোল্লা আবদুল গনি বারাদারকে রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জাবিউল্লাহ মুজাহিদ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা প্রক্রিয়া সঠিকভাবে এগোবে এবং তা জোরদার হবে।
আলোচনা শুরুর চতুর্থ দিনে বৃহস্পতিবার এই জরুরি ঘোষণা দেয়া হয়। শুক্রবারের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
দীর্ঘ সময় ধরে এই আলোচনাকে বিশ্লেষকরা অভুতপূর্ব বলে বর্ণনা করেছেন। তারা আশা করছেন, এই শান্তি আলোচনা একটি সমঝোতা চুক্তিতে পরিণত হবে।
বাসস/এএফপি/এমএবি/১৫১৫/এমএসআই