বাসস দেশ-২৩ : গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ আসামীদের বিষয়ে চার্জ গঠন শুনানি ৭ ফেব্রুয়ারি

141

বাসস দেশ-২৩
আদালত-আদেশ-গ্যাটকো
গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ আসামীদের বিষয়ে চার্জ গঠন শুনানি ৭ ফেব্রুয়ারি
ঢাকা, ২৪ জানুয়ারি ২০১৯ (বাসস) : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
রাজধানীর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন আজ এ আদেশ দেয়।
আদালতে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে হাজির করেন। খালেদা জিয়ার উপস্থিতিতে অংশিক শুনানি করে তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদেশ দেয়। এর আগে গত ১৬ জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল আদালত।
দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল। এ মামলায় ২০১৬ সালে ৫ মার্চ খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে আদালত তার জামিন মঞ্জুর করে।
দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে তেজগাঁও থানায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। পরে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রভাবশালী সাবেক নয় মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারসহ ছয়জন মারা গেছেন। মামলাটিতে বর্তমান আসামির সংখ্যা ১৮ জন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রাক্তন চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত প্রাক্তন মন্ত্রী কর্নেল আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, তার দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (গ্যাটকো) এর পরিচালক শাহজাহান এম হাসিব, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্র মামলার রায়ে ইতোমধ্যে দন্ডিত হয়েছেন বেগম খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি থেকে দন্ড ভোগ করছেন।
বাসস/ডিএ/১৯০৮/কেএমকে