বাসস ক্রীড়া-১৪ : ওসাকা-কেভিতোভার ফাইনাল

140

বাসস ক্রীড়া-১৪
টেনিস-অস্ট্রেলিয়ান ওপেন
ওসাকা-কেভিতোভার ফাইনাল
সিডনি, ২৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককের ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা ও অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।
সেমিফাইনাল ওসাকার প্রতিপক্ষ ছিলেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। তাই ম্যাচটি জম্পেশের আশায় ছিলেন টেনিস ভক্তরা। প্রথম সেটেই জয় পান ওসাকা। ৬-২ গেমে জয় তুলে নেন তিনি। পরের সেটেই ওসাকাকে হারের স্বাদ দেন প্লিসকোভা। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতেন প্লিসকোভা। তাই ম্যাচে ১-১ সমতা আসে।
ফাইনালের টিকিট পেতে তৃতীয় সেট জয়ই যথেষ্ট, এমন সমীকরণে শেষ সেটে লড়াই শুরু করেন ওসাকা ও প্লিসকোভা। এখানে বাজিমাত করেন ওসাকা। ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে ফাইনালে উঠেন ওসাকা। ১ ঘন্টা ৫৩ মিনিট স্থায়ী ছিলো ম্যাচটি। দ্বিতীয়বারের কোন গ্র্যান্ড স্ল্যাম ও প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ওসাকা।
ওসাকার ফাইনাল নিশ্চিতের দিন শিরোপা নির্ধারনী ম্যাচে সহজেই নিজের নাম লিখিয়েছেন কেভিতোভা। অবাছাই যুক্তরাষ্ট্রের ডতভনিলে কলিন্সকে ৭-৬ (৭/২) ও ৬-০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন কেভিতোভা। ক্যারিয়ারে তৃতীয়বারের মত কোন গ্র্যান্ড স্ল্যাম ও অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন তিনি ।
বাসস/এএমটি/১৯০৫/স্বব