বাসস দেশ-১৭ : অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

170

বাসস দেশ-১৭
ডিএনসিসি-উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে রাখা ২শ’টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে গ্রীন ল্যান্ড, সিয়াম ফার্নিচার, নিউ স্টার হার্ডওয়্যার ও তৃপ্তি হোটেলের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
বাসস/সবি/এসই/১৮০৫/এএএ