বাসস দেশ-১৬ : সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

159

বাসস দেশ-১৬
র‌্যাব-অভিযান- আটক
সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক যুবককে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব।
আটককৃত ওই যুবকের নাম মোহাম্মদ আলী রুবেল (২৮) । সে রাজধানীর পুরনো ঢাকার বংশাল এলাকার বাসিন্দা।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি (মিডিয়া) মো. মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বাংলাবাজার এলাকার খান প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল তার নিজের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণাসহ দেশের মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিলো।
আটকের পর তার ফেসবুক আইডি যাচাই করে এসব গুজবের সত্যতাও পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০৫/জেহক