বাসস দেশ-১১ : বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল : গণপূর্ত মন্ত্রী

170

বাসস দেশ-১১
রেজাউল-মতবিনিময়
বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল : গণপূর্ত মন্ত্রী
পিরোজপুর, ২৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আজ পিরোজপুর জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, রাজনীতির অর্থ হচ্ছে নিজেকে জনকল্যাণে নিয়োজিত করা। তিনি বলেন, প্রতিটি গ্রামে শহরের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।
গণপূর্তমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো এখন পল্লী অঞ্চলের স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এসময় তিনি পিরোজপুর জেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত করার আশ^াস দেন।
মন্ত্রী হিংসা, বিদ্বেষ পরিহার করে পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোঃ সালাম কবির, পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সিভিল সার্জন মোঃ ফারুক আলম, গণপূর্ত বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ দে, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হাকিম হাওলাদার, মুক্তিযুদ্ধের সংগঠক এম.এ. মান্নান, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৭৩০/জেহক