বাসস ক্রীড়া-৫ : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা উভয়েরই লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া

110

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ওয়ানডে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা উভয়েরই লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া
সেঞ্চুরিয়ান, ২৪ জানুয়ারি ২০১৯ (বাসস) : প্রথম দুই ওয়ানডে শেষে একটি করে ম্যাচ জেতায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী পাকিস্তানের মধ্যকার পাঁচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই উভয় দলেরই লক্ষ্য তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যাওয়া। একই লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দু’দল। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
পোর্ট এলিজাবেথে ৫ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো পাকিস্তান। প্রথমে ব্যাট করে ওপেনার হাশিম আমলার অপরাজিত ১০৮ ও ভ্যান ডার ডুসেনের ৯৩ রানের সুবাদে ৫০ ওভাারে ২ উইকেটে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ইমাম উল হকের ৮৬, মোহাম্মদ হাফিজের ৭১ রানে ৫ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। তবে প্রথম ম্যাচ পরাজিত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এজন্য বেশ ঘাম ঝড়াতে হয়েছে প্রোটিয়াদের।
ডারবানে বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ২০৩ রানেই গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। সহজ টার্গেট টপকে যেতে গিয়ে ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ডুসেনের ৮০ ও আন্দিলে ফেলুকুওয়াওর ৬৯ রানে ৪৮ বল বাকী রেখে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এ জয় দিয়ে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা।
সিরিজে সমতা আনতে পেরে আত্মবিশ্বাস বেড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজের তৃতীয় ম্যাচও জিততে চায় প্রোটিয়ারা। এমনটাই বললেন অধিনায়ক ফাফ ডু-প্লেসিস, ‘পিছিয়ে পড়েও কিভাবে সিরিজে ফিরতে হয় এই দলটি জানে। এখন আমাদের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। এমন লক্ষ্য নিয়েই আমরা তৃতীয় ম্যাচ খেলতে নামবো। দলের সবাই ভালো ফল পেতে উন্মুখ হয়ে আছে। তবে যার যার দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান কঠিন দল। আনপ্রেডিক্টেবল দলটি যে কোন সময় জ্বলে উঠতে পারে। তবে আমরা সর্তক।’
সিরিজের এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। আশা করি ব্যাটসম্যানরা নিজেদের ভুল শুধরে নিতে পারবে, তৃতীয় ম্যাচে জ্বলে উঠবে। সিরিজে দ্বিতীয়বারের মত লিড নিতে চাই আমরা।’
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, আইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, কুইন্টন ডি কক, ডেল স্টেইন, ব্রুইন হেনড্রিক্স, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ফন ডার ডুসেন।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খনি, শাহিন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান।
বাসস/এএমটি/১৬২০/মোজা/স্বব