সেভিয়ার কাছে হার মানতে হলো মেসিবিহীন বার্সেলোনাকে

163

সেভিয়া, ২৪ জানুয়ারি ২০১৯ (বাসস) : কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে টানা পঞ্চমবারের মত শিরোপা জয়ের স্বপ্নে হোঁচট খেয়েছে বার্সেলোনা।
কালকের ম্যাচে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে বিশ্রামে রাখা হয়েছিল। দলের আরেক তারকা লুইস সুয়ারেজও মূল একাদশের বাইরে ছিলেন। তবে বার্সার জার্সি গায়ে কাল অভিষেক হয়েছে সদ্য সাসোলো থেকে ধারে যোগ দেয়া জার্মান এ্যাটাকিং মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের। দুই গোলে জিতলেও কাল ব্যবধান বেশী না হওয়ায় কিছুটা হলেও হতাশা নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক সেভিয়া।
রামোন সানচেজ পিজুয়ানে দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। পাবলো সারাবিয়া ৫৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেবার পর উইসাম বেন ইয়েডার ব্যবধান দ্বিগুন করেন। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে সেভিয়াকে পরাজিত করতে হলে বার্সেলোনাকে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাতে কোন সন্দেহ নেই।
ম্যাচ শেষে সেভিয়া কোচ পাবলো মাচিন বলেছেন, ‘আমরা আজ দারুন একটি ম্যাচ খেলেছি। তবে ব্যবধান আরো বাড়তে পারতো। বার্সেলোনার মাটিতে সবকিছুই সম্ভব। এর থেকেও বড় পরাজয় কাটিয়ে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।’
বেন ইয়েডার গোল করার পর জার্সি খুলে উদযাপন করেন। তবে তার জার্সিও নীচে আরেকটি টি-শার্টে আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার প্রতি শুভকামনা ছিল। নতুন ক্লাব কার্ডিফ সিটিতে যোগদানের উদ্দেশ্যে দুইদিন আগে সালা ফ্রেঞ্চ ক্লাব নঁতে থেকে বিমানে করে যাত্রা করেছিলেন। কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দেবার সময় বিমানটি নিখোঁজ হয়, যার কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। বেন ইয়েডারের টি-শার্টে বন্ধুর উদ্দেশ্যে লেখা ছিল, ‘এটা আমার ভাইয়ের জন্য, শক্ত থাকো।’
গত বছর কোপা ডেল রে’র ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছিল বার্সেলোনা। ম্যাচটিতে আন্দ্রেস ইনিয়েস্তা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। কাতালান জায়ান্টদের হয়ে এটিই ছিল ইনিয়েস্তার সর্বশেষ ম্যাচ। ঘরোয়া ডাবল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে আবারো হতাশ হতে হয়েছিল বার্সেলোনাকে। এবারের মৌসুমে তাই প্রথম থেকেই কোপা ডেল রে’তে কোচ আর্নেস্টো ভালভার্দের কৌশল ছিল কিছুটা ভিন্ন। প্রায় সব ম্যাচেই তিনি মূল একাদশে তারকাদের বাইরে রেখেছেন। মেসি ও সার্জিও বাসকোয়েট এ পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহো ও জোর্দি আলবা প্রত্যেকেই বদলী বেঞ্চে ছিলেন। প্রত্যেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছেন। ভালভার্দে বলেন, ‘আমি মনে করেছি এটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু দলে পরিবর্তন হওয়া মানেই ঝুঁকি নেয়া।’
সাসোলো থেকে ছয় মাসের ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন বোয়াটেং। ৬৩ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন সুয়ারেজ। তার আগে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও খুব একটা ভুলও করেননি এই জার্মান তারকা। ম্যাচ শুরুর সাড়ে তিন ঘন্ট আগে এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় চুক্তির ঘোষনা দেয় বার্সেলোনা। আয়াক্স থেকে মিডফিল্ডার ফ্রেংকি ডি জংকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা দলে ভিড়িয়েছে। যদিও গ্রীষ্মের আগে তিনি বার্সেলোনায় যোগ দিচ্ছেন না। বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের উপর আস্থা রাখা হয়েছে বলে ভালভার্দে উল্লেখ করেছেন।