বাসস দেশ-১২ : রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৮ জন গ্রেফতার

232

বাসস দেশ-১২
মাদক বিরোধী অভিযান-গ্রেফতার
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৮ জন গ্রেফতার
ঢাকা, ৩১ মে, ২০১৮ (বাসস) : রাজধানীর গেন্ডারিয়ার নামাপাড়া বস্তিতে আজ এক মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩০০ পিস ইয়াবা, ৭০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি গাঁজা ও ২২৫টি প্যাথেডিন ইনকেজশন ।
পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশব্যাপী চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ নগরীর গেন্ডারিয়ার নামাপাড়া বস্তিতে অভিযান চালায় ডিএমপি। এ সময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াড সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে।
এর আগে গত ২৪ মে সকাল সাড়ে ১১ টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’ এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।
বাসস/এএসজি/এমএমবি/১৭৩৫/এসই