ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬

232

মাকাসার (ইন্দোনেশিয়া), ২৪ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এদিকে সেখানে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে প্রবল বর্ষণ ও প্রচন্ড ঝড়ের কারণে হাজার হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্ষণের কারণে বিভিন্ন নদীর পানি বেড়ে তীর ভেঙ্গে যাওয়ায় দক্ষিণাঞ্চলীয় নয়টি জেলার বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
খবরে বলা হয়, এতে প্রাদেশিক রাজধানী মাকাসারের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান সিয়ামসিবার এ দুর্যোগে ‘আজ সকাল পর্যন্ত ২৬ জনের মৃত্যুর এবং অপর ২৪ জন নিখোঁজ থাকার খবর নিশ্চিত করেছেন।’
বুধবার এ মৃত্যুর সংখ্যা ছিল আটজন।
দুর্যোগে তিন হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয় এবং কমপক্ষে ৪৬ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া বন্যায় অনেক ঘরবাড়ি, সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।