বাসস দেশ-১৬ : হাইটেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে : জুনায়েদ আহমেদ পলক

127

বাসস দেশ-১৬
হাইটেক-বিনিয়োগকারী
হাইটেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে : জুনায়েদ আহমেদ পলক
গাজীপুর, ২৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে উৎপাদিত পণ্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
তিনি বলেন, ‘আগামী দিনে হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে বিশ^মানের পণ্য প্রস্তুত করে বিদেশে রপ্তানি করা হবে।’
তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় হাইটেক পার্কে বিনিয়োগকারী দেশি-বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক, হাইটেক পার্কের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৮৫৫/কেজিএ