বাসস দেশ-৭ : ঢাবিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক এসিএমপি কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ

209

বাসস দেশ-৭
আইটি কোর্স-সার্টিফিকেট বিতরণ
ঢাবিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক এসিএমপি কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ
ঢাকা, ৩১ মে ২০১৮ (বাসস) : তথ্য ও প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনে ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দেশের আইটি কোম্পানীগুলোর মধ্যম স্তরের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্স চালু করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ অক্টোবর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’ ফোর ডট ও কোর্স চালু করা হয়। কোর্সে ৮টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা ৩৫৮জন।
বাসস/সবি/এমএমবি/১৬৪০/-শহক