পদ্মা সেতুর ৭ম স্প্যান বসবে আগামীকাল

389

ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নির্মীয়মান ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সপ্তম স্প্যান আগামীকাল বসানো হবে। ফলে এই সেতুর ১ হাজার ৫০ মিটার দৃশ্যমান হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের দীর্ঘতম পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৬ ও ২৭নং পিলারের উপর এই স্প্যানটি বসানো হবে। এটি হবে সেতুর জাজিরা প্রান্তের ষষ্ঠ স্প্যান এবং সার্বিকভাবে বসানো সপ্তম স্প্যান।
এর আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর একটি স্প্যান বসানো হয়। পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাহাজে করে স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, সব কিছু ঠিক থাকলে বুধবার এটি জাজিরা প্রান্তের ৩৬ ও ২৭ নং পিলারের উপর বসানো হবে।
এর আগে গত রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু ভবনে কর্মকর্তাদের সাথে বৈঠককালে বলেন, সার্বিকভাবে পদ্মা সেতুর ৬৩ শতাংশ কাজ এবং মূল সেতুর ৭৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।