বাসস ক্রীড়া-৮ : পরস্পরের বিপক্ষে দীর্ঘদিন পর সিরিজ জয়ের মিশন শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড

181

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-টেস্ট
পরস্পরের বিপক্ষে দীর্ঘদিন পর সিরিজ জয়ের মিশন শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড
ব্রিজ টাউন, ২২ জানুয়ারি ২০১৯ (বাসস) : দীর্ঘ দিনের জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে আগামীকাল তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ড। নতুন বছরে প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে নামছে দু’দল। তবে দু’দলের লক্ষ্য দীর্ঘদিন সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানো। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। ব্রিজটাউনে আগামীকাল রাত সাড়ে আটটায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। শুধুমাত্র র‌্যাংকিংই নয়, সাম্প্রতিক পারফরমেন্সের বিচারেও বেশ এগিয়ে ইংলিশরা।
গেল গ্রীস্মে নয় ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছে ইংল্যান্ড। এরমধ্যে টানা পাঁচ জয় আছে ইংলিশদের। সর্বশেষ দুই টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্সও করেছে তারা। দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। এরপর শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে ইংলিশরা। তাই আত্মবিশ্বাসে টগবগ থেকেই ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে সিরিজ শুরু করছে ইংলিশরা।
সাম্প্রতিক ফর্মকে ধরে রেখে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দীর্ঘদিন সিরিজ জিততে না পারার কষ্ট এবার মুছে ফেলার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তিনি বলেন, ‘বর্তমানে আমরা দুর্দান্ত ফর্মে আছি। খেলোয়াড়রা নিজ নিজ দায়িত্ব পালনে সজাগ। তাই ফর্ম ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। ভালো খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জয় সম্ভব। যা শ্রীলংকা সফরে আমরা করেছি। এছাড়া দীর্ঘদিন যাবত ক্যারিবীয় দ্বীপে সিরিজ জয় করার হয়নি। এবার এই স্বাদটি আমাদের দলটি নিতে চাইছে। টিম মিটিং, এই সিরিজ নিয়ে অনেক নতুন-নতুন পরিকল্পনা করেছি। যা বাস্তবে ঘটাতে চাইছি।’
১৯৩০ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলে আসছে ইংল্যান্ড। ১৯৬০ সালে ক্যারিবীয় দ্বীপে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় তারা। পরের সফরে ১৯৬৮ সালে আবারো টেস্ট সিরিজ জিতে নেয় তারা। তবে এরপর তৃতীয়বার টেস্ট সিরিজ জয়ের জন্য ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। ২০০৪ সালে এসে তৃতীয় ও শেষবারের মত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ড।
ইংল্যান্ডের মত টেস্ট সিরিজ জয়ের ক্ষুধায় মাতোয়ারা ওয়েস্ট ইন্ডিজও। ২০০৯ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ বার টেস্ট সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে সেটিই ছিলো সর্বশেষ। তাই এবার ভালো ফল করার তাগাদা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কাজটি বেশ কঠিনই হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। কারন সাম্প্রতিক ফর্মটা মোটেও আশাজাগানিয়া নয়।
গেল বছর চারটি টেস্ট সিরিজের মধ্যে একটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে বছর শুরু করেছিলো ক্যারিবীয়রা। এরপর নিজ মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে জেসন হোল্ডারের দল। কিন্তু ভারত ও বাংলাদেশ সফরে গিয়ে দুই ম্যাচের সিরিজ হারে ক্যারিবীয়রা।
তবে এসব পরিসংখ্যান ভুলে নতুন বছরে নতুনভাবে শুরু করার কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, ‘আমরা নতুন বছরে সবকিছু নতুনভাবে শুরু করছি। তবে আমাদের পরিকল্পনাগুলো আরো আক্রমণাত্মক হবে। গেল বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছি । তাই হোম কন্ডিশনের কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, আমরা সফল হবো। ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর আবারো সিরিজ জিততে মরিয়া আমরা।’
ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যার্থওয়েট, ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শেন ডাউরিচ, শ্যানন গাব্রিয়েল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, আদিল রশিদ, বেন স্টোকস, ওলি স্টোন ও ক্রিস ওকস।
বাসস/এএসজি/এএমটি/১৯০৫/মোজা/স্বব