বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

146

বাগেরহাট, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার ফকিরহাট উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- সাতক্ষীরার ট্রাক চালক কামরুল ইসলাম (৩৫), মোল্লাহাটের বিপিন পোদ্দার (৫৫) ও খুলনার আড়ংঘাটার মাহমুদুল ইসলাম (১৩)।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন খুলনায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, বেপরোয়া গতির দূরপাল্লার বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। এছাড়া কমপক্ষে ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।