বাজিস-৭ : মাধবপুরে হয়রানিমুক্ত বিদ্যুৎ সংযোগ

141

বাজিস-৭
মাধবপুর-বিদ্যুত
মাধবপুরে হয়রানিমুক্ত বিদ্যুৎ সংযোগ
হবিগঞ্জ, ২২ জানুয়ারী ২০১৯ (বাসস): জেলার মাধবপুরে শতভাগ বিদ্যুৎ কর্মসূচির আওতায় উপস্থিত বিদ্যুৎবিহীন ঘরে হয়রানিমুক্ত বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৌরশহরে বিদ্যুৎবিহীন গ্রাহকের ঘরে আবেদনের সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ দেন।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ পরিচালক বোর্ডের সভাপতি মিজানুর রহমান চকদার জানান, উপজেলার কোন ঘর যাতে বিদ্যুৎ সুবিধা থেকে বাদ না পড়ে সেজন্য প্রতিটি গ্রামের ঘুরে ঘুরে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
এ সময় নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ ডিজিএম মোশারফ হোসেন বলেন, মাধবপুর একটি শিল্প এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রতিটি ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে শতভাগ কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬০০/মরপা