বাসস দেশ-৮ : সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

154

বাসস দেশ-৮
বুলবুল-শোক-উপাচার্য
সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বিশিষ্ট সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
বরেণ্য এই শিল্পী আজ রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আজ এক শোক বাণীতে উপাচার্য বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে জাতি একজন গৌরবদীপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সংগীত শিল্পীকে হারালো। তার মৃত্যু সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি। শিল্প-সংস্কৃতির জগতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপাচার্য তার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাসস/সবি/এসই/১৪৩০/কেকে