কের্চ প্রণালীর কাছে দুটি জাহাজে অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু

331

সিমফেরোপোল, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : কের্চ প্রণালীর কাছে দুটি জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছে। সোমবার জরুরি বিভাগের এক সূত্র তাসকে একথা জানান।
সূত্রটি আরো জানায়, ‘কের্চ প্রণালীতে একটি জাহাজে বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে জাহাজ দুটি থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো তিন নাবিক পানিতে ডুবে গেছে।’
ফেডারেল এজেন্সি ফর মেরিটাইম অ্যান্ড রিভার ট্রান্সপোর্ট প্রেস সার্ভিস তাসকে জানায়, ‘কের্চ প্রণালীর কাছে দুটি জাহাজে অগ্নিকান্ডের পর নয় জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে।’
নোভোরোসিস্ক উপকূলীয় উদ্ধার কেন্দ্রের এক মুখপাত্র বলেন, দুটি জাহাজে বিস্ফোরণের ঝুঁকি আছে। তা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে।
তিনি আরো বলেন, ‘সব ক্রুদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে জাহাজে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা আছে।’
সোমবার রাশিয়ার জলসীমার অদূরে কের্চ প্রণালীর কাছে সোমবার দুটি জাহাজে আগুন ধরে যায়। এর একটির নাম ক্যান্ডি। এতে ১৭ যাত্রী ছিল। এদের ৯ জন তুরস্কের ও ৮ জন ভারতীয় নাগরিক।
অপর জাহাজের নাম মায়েস্ত্রো। এতে ১৪ ক্রু ছিল। এদের ৭ জন তুরস্কের ও ৭ জন ভারতীয় নাগরিক।