বাজিস-৪ : নড়াইলে শিক্ষার গুণগত মানন্নোয়নের লক্ষে মতবিনিময়

199

বাজিস-৪
নড়াইল-মতবিনিময়
নড়াইলে শিক্ষার গুণগত মানন্নোয়নের লক্ষে মতবিনিময়
নড়াইল, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় শিক্ষার গুনগত মানন্নোয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল প্রমূখ।
সভায় শিক্ষার গুনগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিক্ষকদের কোচিং বন্ধের জন্য অনুরোধ জানানো হয়।
এসময় শিক্ষক, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৩১৫/নূসী