বাসস দেশ-১ : গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকাল

216

বাসস দেশ-১
বুলবুল-ইন্তেকাল
গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকাল
ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
সকালে রাজধানীর আফতাব নগরের বাসায় হার্ট অ্যাটাক হলে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন থেকে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৫৬ সালের ১ জানুয়ারি তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
দেশের সংগীত অঙ্গনে অবদানের জন্য ২০১০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
বাসস/এমএবি/১১৫০/এমএসআই