পঞ্চগড়ের ৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ

214

পঞ্চগড়, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খপরাবান্ধী, বালিয়াডাঙ্গি, বীরপাড়া ও পূর্ব খালপাড়াসহ ৪টি গ্রামে ৮.৯৪৬ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে হাড়িভাসার বালিয়াডাঙ্গি এল এস এস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ।
এসময় সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান বলেন, এ সরকার চায় জনগণের উন্নয়ন, কি উন্নয়ন, এই যে আজকে আপনাদের ৪টি গ্রামের ২০৬টি বাড়ির জন্য সরকার ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার খরচ করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। আপনাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এটা সরকারের উন্নয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো. মনির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ৮.৯৪৬ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন নির্মাণের ফলে ২০৬ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।