বাসস ক্রীড়া-১২ : চিটাগং-এর বিপক্ষে ৮ উইকেটে ১৩৯ রান করেছে ঢাকা

329

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিপিএল
চিটাগং-এর বিপক্ষে ৮ উইকেটে ১৩৯ রান করেছে ঢাকা
ঢাকা, ২১ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৪তম ও ঢাকায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করেছে ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে ঢাকার পক্ষে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটসম্যান। চিটাগং ভাইকিংস বেলারদের সামনে অসহায় ছিলেন ঢাকার ব্যাটসম্যানরা।
অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ৩৪ রান করেন। ৩৪ বল মোকাবেলা করে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। তবে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শুভাগত হোম। ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৯ রান করেন তিনি। মূলত তার ঐ ঝড়ো ছোট ইনিংসের কল্যানেই ১৩৯ রানের পুঁিজ পায় ঢাকা।
এছাড়া উইকেটরক্ষক নুরুল হাসান ১৮ বলে ২৭ ও সুনীল নারাইন-দক্ষিণ আফ্রিকার হেইনো কুন ১৮ রান করে করেন।
চিটাগং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ক্যামেরন ডেলপোর্ট ২৫ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৩৯/৯, ২০ ওভার (সাকিব ৩৪, শুভাগত ২৯, ডেলপোর্ট ৩/২৫)।
বাসস/এএসজি/এএমটি/২০৩৫/স্বব