বাজিস-১০ : বীরগঞ্জ ডিগ্রি কলেজের ভবন নির্মাণ শুরু

184

বাজিস-১০
বীরগঞ্জ- ভবন
বীরগঞ্জ ডিগ্রি কলেজের ভবন নির্মাণ শুরু
দিনাজপুর, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার বীরগঞ্জ ডিগ্রি কলেজে ৪ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, চলতি অর্থ বছরে জেলার শিক্ষা বিভাগে উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বীরগঞ্জ ডিগ্রি কলেজে ৪ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মানের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দ প্রাপ্ত অর্থ দিয়ে ৪ তলা ভবন নির্মাণ কাজ আজ সোমবার দুপুর ১২টায় ভিত্তি প্রস্তরের মাধ্যমে শুরু করা হয়েছে। ভিত্তিপ্রস্তর করেন ওই এলাকার সাংসদ মনোরঞ্জনশীল গোপাল।
চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/মরপা