বাসস দেশ-৭ : বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে স্পিকারের শোক

184

বাসস দেশ-৭
স্পিকার -শোক
বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ১৩৫ টাঙ্গাইল -৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খন্দকার আব্দুল বাতেন আজ ২১ জানুয়ারি, সোমবার ভোর ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন) তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি নবম ও দশম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।
স্পিকার আজ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমআর/১৫১৫/-কেজিএ