খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শোক

239

ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম খন্দকার আবদুল বাতেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
খন্দকার আব্দুল বাতেন আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭২ বছর
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।