বাসস দেশ-৫ : উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

167

বাসস দেশ-৫
বেরোবি-উইমেন এন্ড জেন্ডার
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সকালে কবি হেয়াত মামুদ ভবনে বিভাগটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিভাগটির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিভাগটির বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেনসহ বিভাগটির সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, মীর তামান্না ছিদ্দিকা, কুন্তলা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারী এবং বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
উপাচার্য বক্তব্যে বলেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই দিনে বিভাগের সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি সার্বিকভাবে সফলতা অর্জন করবে এবং শিক্ষক-শিক্ষার্থীর মেল বন্ধনে একটি অনন্য বিভাগে পরিণত হবে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাসস/সবি/এসই/১৪৫৫/কেকে