বাজিস-১০ : নোয়াখালীর ক্ষুদে শিক্ষার্থীদের পিঠা উৎসব

303

বাজিস-১০
নোয়াখালী-উৎসব
নোয়াখালীর ক্ষুদে শিক্ষার্থীদের পিঠা উৎসব
নোয়াখালী, ২০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নতুন প্রজম্বের সাথে গ্রাম-বাংলার পিঠাগুলোর পরিচয় করিয়ে দেয়ার লক্ষে নোয়াখালীর চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে হরেক রকমের পিঠা উৎসব জমে উঠেছে। চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির উদ্দ্যোগে ক্লাসের ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমন্বয়ে এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাণী বিভাগের অধ্যাপক মো. হানিফ। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলের মৎস কর্মকর্তা জাকির হোসেন, বেগমগঞ্জ সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সাংবাদিক মো. মাসুদ পারভেজ ।
দিনব্যাপী পিঠা উৎসবে ১৩০ জন ক্ষুদে শিক্ষার্থী প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে হৃদয় হরণ, বৌ পিঠা, ব্লেড কাঠা, গোলাফ ফুল পিঠা, তাল বড়া পিঠা, বেনী পিঠা, হাঁচের পিঠা, পান তুয়া পিঠা, মনচুরি পিঠা অন্যতম। এ উপলক্ষে স্কুলের পরিচালক ও সময় টিভির নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব শেষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯৩৫/মরপা