বাসস দেশ-২৫ : চীন বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন আরএমবি অনুদান সহায়তা দিবে : চুক্তি স্বাক্ষর

278

বাসস দেশ-২৫
চীন-সহায়তা-চুক্তি
চীন বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন আরএমবি অনুদান সহায়তা দিবে : চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত এক চুক্তির আওতায় চীন বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন আরএমবি (৭২.৫৭ মিলিয়ন ডলার) অনুদান সহায়তা দিবে।
এই অনুদান দূর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণসহ এ ধরনের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝং জুউ আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সম্মেলন কক্ষে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, চীন এখন বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্ববহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের উর্ধত্বন কর্মকর্তা ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/অনু-এএএ/১৮৫৫/কেএমকে